আপডেট : ১৭ আগস্ট, ২০২৩ ১৯:৩৭
আইসিবিতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা
দৈনিক বাংলা ডেস্ক

আইসিবিতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) উদ্যোগে করপোরেশনের প্রধান কার্যালয়ে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আ ব ম ফারুক, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ। এ ছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসান। সভায় সভাপতিত্ব করেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন।

অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান, আইসিবির ৩টি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা এবং মহাব্যবস্থাপকরাসহ করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।