গাইবান্ধার বোনারপাড়া-দিনাজপুর ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেনটি দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর আবার চালু করা হচ্ছে। ট্রেনটি চালুর সংবাদে এ অঞ্চলের মানুষের বিশেষ করে গাইবান্ধার ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থী ও চিকিৎসা সেবাপ্রত্যাশী মানুষের মাঝে বইছে আনন্দ-উদ্দীপনা। আগামী ২৯ আগস্ট ট্রেনটি চালুর কথা নিশ্চিত করেছেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহামুদ হাসান রিপন। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের গাইবান্ধার বোনারপাড়ায় উপস্থিত থেকে ট্রেনটি উদ্বোধন করার কথা রয়েছে।
গাইবান্ধা ও বোনারপাড়া রেলওয়ে স্টেশন সূত্র জানায়, গাইবান্ধা, রংপুর ও দিনাজপুরের মানুষের যাতায়াতের সুবিধার্তে ২০১০ সালের ১২ নভেম্বর চালু করা হয় আন্তনগর ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেন। সে সময় গাইবান্ধার বোনারপাড়া থেকে রংপুরের কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর পর্যন্ত চলাচল করত ট্রেনটি। সকাল সাড়ে ৬টায় বোনারপাড়া স্টেশন থেকে ছেড়ে সাড়ে চার ঘণ্টায় পৌঁছাত দিনাজপুরে। কম ভাড়া ও নির্দিষ্ট সময়ে পৌঁছানোর কারণে ট্রেনটি গাইবান্ধার মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। জনবলসংকটসহ নানা অজুহাতে ২০১২ সালের ২৪ আগস্ট বন্ধ করে দেয়া হয় ট্রেনটি।
ট্রেনটি বন্ধ হওয়ার পর মানুষের যোগাযোগে চরম সংকট দেখা দেয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, কারমাইকেল কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবক, ব্যবসায়ী ও কর্মজীবীসহ সাধারণ যাত্রীরাও পড়েন চরম সংকটে।
সংকট উত্তরণে আন্দোলনে নামে গাইবান্ধা-রংপুরের নাগরিক সমাজ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ। ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি এই দাবিত বোনারপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন অবরোধ করেন আন্দোলনকারী।
এদিকে, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর পর শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী প্রচারে রামসাগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন।
ট্রেনের যাত্রী সাঘাটা উপজেলার দুর্গাপুরের হোদা মিয়া বলেন, ‘ট্রেনটি বন্ধ হওয়ার কারণে রংপুরে চিকিৎসা নিতে আসা-যাওয়ায় অতিরিক্ত অর্থ ও সময় লাগছে। ট্রেনটি চালু হলে আমরা সকালে গিয়ে চিকিৎসাসেবা নিয়ে একই ট্রেনে রাতেই ফিরতে পারব।’
ব্যবসায়ী শাহ আলম বলেন, ট্রেনটি চালু হলে এলাকার মানুষের ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।
সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন দৈনিক বাংলাকে বলেন, সাঘাটা-ফুলছড়ির মানুষকে দেয়া নির্বাচনী অঙ্গীকার পূরণ এবং অঞ্চলের শিক্ষার্থী, ব্যবসায়ী, কর্মজীবী ও চিকিৎসাপ্রত্যাশী মানুষের চাহিদার কথা বিবেচনা করে ট্রেনটি ফের চালু করা হচ্ছে। আগামী ২৯ আগস্ট ট্রেনটি চালু হবে।
বোনারপাড়া রেলস্টেশন মাস্টার খলিলুর রহমান বলেন, কোনো রেলপথে রেল বাড়ানো বা চালু হওয়া মানেই উন্নয়ন। ট্রেনটি চালু হলে অবশ্যই অনেক যাত্রী পাওয়া যাবে এবং রাজস্বও আয় হবে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা