মেহেরপুর বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক (ডেপুটি ম্যানেজার) শামসুজ্জামান মিঠুর (৫৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বিসিকের এ কর্মকর্তার বাড়ি ঝিনাইদহ জেলায়। গত জুলাই মাসে তিনি মেহেরপুর বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি চুয়াডাঙ্গায় কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, মেহেরপুর বিসিক শিল্প নগরীর ক্ষুদ্র শিল্প এলাকার একটি আম গাছের ডাল থেকে শামসুজ্জামান মিঠুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল।
মেহেরপুর বিসিক শিল্প নগরীর সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল হাসনাত বলেন, ‘সাপ্তাহিক ছুটির আগে গত বৃহস্পতিবার তার সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল। উনি খুব ভালো মনের মানুষ ছিলেন। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা বুঝতে পারছি না।’
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান বলেন, ‘মরদেহ উদ্ধার করে সদর থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসাপাতালে নেয়ার প্রস্তুতি চলছে। এটি হত্যা, নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর বলা সম্ভব হবে।’
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা