সনি-র্যাংগস নামে বহুলভাবে পরিচিত বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিকস বাজারজাতকারী প্রতিষ্ঠান র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড, ১৪/১৫ দারুস সালাম রোড, মিরপুর-১-এ নতুন আঙ্গিকে র্যাংগস ইলেকট্রনিকস-মিরপুর-১ শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করল। দীর্ঘ ২৫ বছর আগে ১৯৯৮ সালে মিরপুর-১-এ মিরপুরবাসীর জন্য অফিশিয়াল সনি পণ্য নিয়ে সনি-র্যাংগস মিরপুর-১ শোরুমের যাত্রা শুরু হয়। গতকাল রোববার নতুন আঙ্গিকে আরও বড় পরিসরে ১ হাজার ৮০০ স্কয়ার ফুট আয়তন নিয়ে র্যাংগস ইলেকট্রনিকস-মিরপুর-১ শোরুমের উদ্বোধন হলো। এখানে পাওয়া যাবে সনির আধুনিক প্রযুক্তির ‘ব্রাভিয়া এক্সআর’ প্রসেসরসমৃদ্ধ নতুন ‘এল সিরিজ’-এর OLED TV, 4K Google TV; Sony Alpha Camera, লেন্স ও অ্যাকসেসরিজ; সনি হোম অডিও ও ভিডিও সিস্টেম। থাকছে অফিশিয়াল LG 4K UHD, NanoCell Ges OLED টিভি; AI Inverter রেফ্রিজারেটর; ওয়াশিং মেশিন; ন্যানোশেফ মাইক্রোওয়েভ ওভেন; ওয়াটার পিউরিকেয়ার। সেরা মানের ও অফিশিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়য়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে Electrolux, Kelvinator, Rangs, Philips সহ বিশ্বমানের ইলেকট্রনিকস ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে এই র্যাংগস স্টোরে। উদ্বোধন উপলক্ষে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট, ফ্রি গিফটসহ আরও অনেক চমক।
র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের সম্মানিত ভাইস চেয়ারপারসন সাচিমি হোসেন এবং সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাস হোসেন মিরপুর-১ শোরুম উদ্বোধন করেন। আরও উপস্থিত ছিলেন র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা, ক্রেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।
৪০ বছর ধরে র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সঙ্গে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ইলেকট্রনিকস পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে। বিজ্ঞপ্তি
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা