বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) কারিগর-সি (জেনারেল, ট্রেড) পদে যোগদানকারীদের মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গাজীপুরে করপোরেশনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ অনুষ্ঠানে অনলাইনে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম (অতিরিক্ত সচিব)।
প্রশিক্ষণে করপোরেশনের কারিগর গ্রেড-সিতে ২৭ জন নবনিযুক্ত কারিগর অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণে ইঞ্জিন ও ট্রান্সমিশন সিস্টেম, অটো ইলেক্ট্রিক সিস্টেম, বডি ডেন্টিং ও পেইন্টিং বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে কারিগরদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। এর ফলে করপোরেশনের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। প্রশিক্ষণ শেষে মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে নব যোগদান করা কারিগরদের অর্জিত দক্ষতা ও মেধা যাচাই করা হবে এবং প্রথম স্থান অর্জনকারীকে ‘চেয়ারম্যান পদক’ দেয়া হবে। কারিগরদের মধ্য হতে কয়েকজন তাদের সদ্য যোগদান ও প্রশিক্ষণের জন্য চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন। স্বচ্ছ নিয়োগের মাধ্যমে উপযুক্ত ও দক্ষ কারিগর নির্বাচন করায় তারা করপোরেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের জন্য আবেদন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিএম, জিএম এবং পরিচালকরা প্রশিক্ষণ বিষয়ে তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। পরিশেষে চেয়ারম্যান নতুন কারিগরদের দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা