আপডেট : ২৩ আগস্ট, ২০২৩ ১১:৪১
সেনবাগে টিলার বিতরণ করল মার্কেন্টাইল ব্যাংক
দৈনিক বাংলা ডেস্ক

সেনবাগে টিলার বিতরণ করল মার্কেন্টাইল ব্যাংক

খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ গড়তে নোয়াখালীর সেনবাগে কৃষকদের মধ্যে বিনা মূল্যে ১০টি পাওয়ার টিলার বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। ব্যাংকের বিশেষ সিএসআর ফান্ডের আওতায় এসব মেশিন বিতরণ করা হয়।

এ উপলক্ষে গত সোমবার সেনবাগ উপজেলা কৃষি অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি সেনবাগের ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষক প্রতিনিধিদের মধ্যে ১০টি পাওয়ার টিলার মেশিন হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জুনায়েদ আলম ও সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী। এ সময় মার্কেন্টাইল ব্যাংকের সেনবাগ শাখাপ্রধান মোহাম্মদ জহির আলম, স্থানীয় প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও কৃষকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি