খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ গড়তে নোয়াখালীর সেনবাগে কৃষকদের মধ্যে বিনা মূল্যে ১০টি পাওয়ার টিলার বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। ব্যাংকের বিশেষ সিএসআর ফান্ডের আওতায় এসব মেশিন বিতরণ করা হয়।
এ উপলক্ষে গত সোমবার সেনবাগ উপজেলা কৃষি অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি সেনবাগের ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষক প্রতিনিধিদের মধ্যে ১০টি পাওয়ার টিলার মেশিন হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জুনায়েদ আলম ও সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী। এ সময় মার্কেন্টাইল ব্যাংকের সেনবাগ শাখাপ্রধান মোহাম্মদ জহির আলম, স্থানীয় প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও কৃষকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি