আপডেট : ২৩ আগস্ট, ২০২৩ ২২:১৭
মাহমুদউল্লাহ বিশ্বকাপে থাকবেন কি?
ক্রীড়া প্রতিবেদক

মাহমুদউল্লাহ বিশ্বকাপে থাকবেন কি?

চলতি মাসের ৩০ তারিখ থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য ঘোষিত বাংলাদেশের ১৭ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটর মাহমুদউল্লাহ রিয়াদের। তবে এশিয়া কাপে জায়গা না হলেও বিশ্বকাপ খেলার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি তার।

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত বিশেষ ক্যাম্পে ডাকা হয়েছে মাহমুদউল্লাহকে। গতকাল বুধবার মিরপুর একাডেমি মাঠে প্রথমবার অনুশীলন করেন তিনি। ঝালিয়ে নেন নিজেকে।

জানা গেছে, এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পর থেকে ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলেন তিনি। মায়ের অসুস্থতার কারণে এতদিন ছুটিতে ছিলেন মাহমুদউল্লাহ। এর মধ্যেই এশিয়া কাপের স্কোয়াডের বাইরে থাকা ৮ ক্রিকেটারকে নিয়ে মিরপুরে আলাদা ক্যাম্প করার কথা বলা হয়েছিল গণমাধ্যমগুলোতে। তবে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু বলেনি বিসিবি।

যদিও কয়েক দিন ধরেই জাতীয় দলের বাইরেও বেশ কয়েকজন ক্রিকেটারকে অনুশীলন করতে দেখা গেছে। এর মধ্যে চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা তামিম ইকবালও আছেন। সৌম্য সরকার, সাইফ হাসানদেরও দেখা যাচ্ছে এসব অনুশীলনে।

ব্যাকআপ খেলোয়াড়দের ক্যাম্প পরিচালনা করছেন বিসিবি কোচ সোহেল ইসলাম। সংবাদমাধ্যমকে তিনি জানান, ওপরের (বিসিবি) নির্দেশনা অনুযায়ী মাহমুদউল্লাহকে নিয়ে কাজ করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে বিশ্বকাপের স্কোয়াডে মাহমুদউল্লাহ থাকবেন কি?