গাইবান্ধার পলাশবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোতাল্লিব (৪০) নামে একজনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের দুই ভাই মোবাই মুন্সি (৪০) ও আরিফ মুন্সি (২৮)।
বৃহস্পতিবার সকালে পৌরশহরের মহেশপুর সবজিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রধান অভিযুক্ত একই গ্রামের সৈয়দ আলীর ছেলে আব্দুল মান্নানসহ তার পরিবারের চারজনকে আটক করেছে পলাশবাড়ি থানা পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন মহেশপুর এলাকায় কিছু জমির মালিকানা নিয়ে স্থানীয় আব্দুল মান্নান ও আনোয়ার মুন্সির ছেলে মোতালিবের বিরোধ চলছিল। সকালে ওই জমিতে নির্মাণ কাজ করতে যান আব্দুল মান্নান। এতে মোতালিব ও তার ভাইয়েরা বাধা দেয়। এসময় আব্দুল মান্নান ও তার পরিবারের লোকজনের লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যান মোতালিব। আর আহত হন নিহতের দুই ভাই মোবাই মুন্সি (৪০) ও আরিফ মুন্সি (২৮)। পরে আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাত হোসেন, ‘মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল মান্নান, তার স্ত্রী রাশিদা বেগম, ছেলে রিশাদ ও ভাই একরামুলকে আটক করা হয়েছে।’
ওসি বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দেওয়া হলে মামলা দায়ের করা হবে।’
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা