আপডেট : ২৬ আগস্ট, ২০২৩ ২১:৫৩
চুরির অপবাদে যুবককে রশিতে ঝুলিয়ে নির্যাতন
প্রতিনিধি, কুমিল্লা

চুরির অপবাদে যুবককে রশিতে ঝুলিয়ে নির্যাতন

জেলার মানচিত্র

কুমিল্লায় চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে আবদুল হান্নান (৩২) নামে এক যুবককে রশিতে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের চৌত্তাপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে চারদিকে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় পুলিশ ইউপি সদস্য জহিরুল ইসলামকে আটক করেছে। নির্যাতনের শিকার যুবক একই এলাকার আবদুল জব্বারের ছেলে।

ভাইরা হওয়া ওই ভিডিওতে দেখা যায় চুরির অভিযোগে হাত পা বেঁধে হান্নানকে দোকানের তীরে উল্টো করে ঝুলিয়ে লাঠি দিয়ে আঘাত করা হচ্ছে। এ সময় হান্নানকে চিৎকার করতে শোনা যায়।

বাউকসার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলাম বলেন, ‘হান্নানসহ বেশ কয়েকজন যুবক প্রতিনিয়ত চুরি করে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। বেশ কয়েকবার তাকে জেলে পাঠানোর পরেও জামিনে বেরিয়ে এসে আবারও চুরি করে। গত কয়েকদিন অটোরিকশার ব্যাটারি পিকআপ ভ্যানের যন্ত্রাংশ চুরি করে তারা। তার পরিবারও অসহ্য হয়ে উঠেছে। তাই আজ সকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে এনে হাত পা বেঁধেছি। নির্যাতন করিনি।

অন্যায় করলে দেশে প্রচলিত আইনে শাস্তির বিধান রয়েছে। এভাবে কাউকে ধরে এনে বিচার করা যায় কি না এমন প্রশ্নে ইউপি সদস্য জহির বলেন, ‘আসলে এটা ঠিক হয়নি। এলাকাবাসীর ক্ষোভ নিবারণে করেছি।’

বিষয়টি নিয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘আমরা সন্ধ্যায় ইউপি সদস্য জহিরকে আটক করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।