রাজধানীর মিরপুরে একটি কুরিয়ার সার্ভিস কার্যালয় থেকে ইয়াবাসহ মো. জাহিদ হাসান দিপু (২০) ও মোঃ সোহান আলী (২০) নামে দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে মিরপুর মডেল থানার ৬ নং সেকশনের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ২য় তলা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুইজনই একটিবেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। এই ইয়াবা তাদের আরেক বন্ধুর কাছে উপহার হিসেবে কুরিয়ার সার্ভিসে পাঠাচ্ছিলেন তারা। ঝুঁকি এড়াতে ইয়াবাগুলো যাচ্ছিল ইয়ারফোনের নামে ইয়ারফোনের বাক্সে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন দৈনিক বাংলাকে বলেন বলেন, গ্রেপ্তার দুইজন ইনস্টিটিউট অফ সায়েন্স ট্রেড এন্ড টেকনোলজি নামের একটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তারা একই মেসে থাকতেন। সেখানেই তাদের বন্ধুত্ব হয়। কলেজ বন্ধ থাকায় এক বন্ধু চলে যান মেহেরপুর। সেই বন্ধুর জন্যই উপহার হিসেবে ইয়াবা পাঠাচ্ছিলেন দিপু ও সোহান।
তিনি আরও বলেন, কেউ যেন সন্দেহ না করে তাই তারা ইয়ারফোনের বাক্সে ইয়াবাগুলো পাঠাচ্ছিলেন। ঝুঁকি এড়াতে তারা সেই প্যাকেট নিয়ে যান সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। কিন্তু কুরিয়ার সার্ভিসের কর্মীদের সন্দেহ হলে তারা পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে। এরপর ইয়ারফোনের প্যাকেট খুলে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা