প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে র্যালি করেছে বিএনপি। শুক্রবার বিকেল ৪টার দিকে দলটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ র্যালি শুরু হয়। আনুষ্ঠানিকভাবে র্যালি উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
র্যালিটি নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান।
মঞ্চে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আব্দুল সালাম, হাবিবুর রহমান হাবিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
বিএনপির এ র্যালিকে কেন্দ্র করে ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড় ও কাকরাইল এলাকায় যান চলাচল কিছুটা বন্ধ হয়ে পড়ে। এসময় বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যপক উপস্থিত দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, র্যালিতে অংশ নেয়া নেতাকর্মীদের হাতে ব্যানার-ফেস্টুনের পাশাপাশি ছিল জাতীয় পতাকার ও দলীয় পতাকা। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানানো বেলুন, আর বিএনপির দলীয় পতাকাও ছিল। র্যালিতে মাইকে বাজাতে শোনা যায় বিএনপির দলীয় সংগীত ও বিভিন্ন দেশাত্মবোধক গান।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা