আপডেট : ২ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৪৩
জনগণের মুখপত্র দৈনিক বাংলা

জনগণের মুখপত্র দৈনিক বাংলা

ষাটের দশকের উত্তাল সময়ে প্রথম প্রকাশ ‘দৈনিক বাংলা’র। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর সংবাদপত্রটি পাঠকের কাছে হাজির হয়েছে নতুন রূপে। এই দীর্ঘযাত্রায় জনগণের আগ্রহ আর স্বার্থসংশ্লিষ্ট খবরকেই প্রাধান্য দিয়ে প্রকাশ করেছে দৈনিক বাংলা। সেই সুবাদে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পত্রিকাটি পরিচিতি পেয়েছে জনগণের মুখপত্র হিসেবে।

আগামী ৪ সেপ্টেম্বর নবরূপে আত্মপ্রকাশের দ্বিতীয় বর্ষে পদার্পণ করছে দৈনিক বাংলা। এই শুভক্ষণে দৈনিক বাংলা পরিবারের অঙ্গীকার, বিপুল সম্ভাবনাকে বাস্তবে রূপ দিয়ে জাতির যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা, সে যাত্রায়ও দৈনিক বাংলা থাকছে জনগণের মুখপত্র হিসেবেই।

‘ইতিহাসের সঙ্গে ভবিষ্যতের পথে’ স্লোগানে রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত পৌঁছে যাওয়া দৈনিক বাংলার এই যাত্রায় বড় শক্তি ও সাহস জনগণই। বরাবরের মতো সামনের দিনগুলোয়ও জনগণই দৈনিক বাংলাকে এই অকুণ্ঠ সমর্থন ও সীমাহীন ভালোবাসা দিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।

- ভারপ্রাপ্ত সম্পাদক