আপডেট : ১০ অক্টোবর, ২০২২ ১২:২৫
গৌরীপুর স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড

গৌরীপুর স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড

মাসুদুর রহমান শুভ্র

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলায় স্থানীয় বিএনপি নেতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াদ উজ্জামান রিয়াদসহ সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

এছাড়া আরও তিনজনকে যাবজ্জীবন দেয়া হয়েছে। এই মামলার বাকি নয় অভিযুক্তকে খালাস দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিয়াদ  মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান।

আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- সাকিব আহমেদ রেজা, মোজাম্মেল, খাইরুল ইসলাম, রুহুল আমিন, মইনুদ্দিন, শরীফুল ইসলাম নাইম।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- মাসুদ পারভেজ কার্জন, শরীয়ত উল্লাহ সুমন ও রাসেল মিয়া।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মাহবুবুর রহমান দৈনিক বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৬ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি-তর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য সোমবার দিন ধার্য করা হয়।

মামলায় ১৯ আসামির মধ্যে বাকিদের খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্তদের মধ্যে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম রয়েছেন।

২০২০ সালের ১৭ অক্টোবর রাতে পৌর শহরের মধ্যবাজার এলাকায় শুভ্রকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। শুভ্র গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদের প্রার্থী ছিলেন।

ওই ঘটনার দুই দিন পর শুভ্রর ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত ১৪ জনের নামসহ অজ্ঞাতপরিচয় পাঁচ জনকে আসামি করে মামলা করেন।

এরপর ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশে মামলার তদন্তভার পায় জেলা গোয়েন্দা পুলিশ। তদন্ত শেষে গত বছরের ৫ মার্চ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।