টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় পুকুরের পানিতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দেউপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলো, উপজেলার করুয়া গ্রামের মানিকের মেয়ে জান্নাতী (১১) ও একই উপজেলার দৌলতপুর গ্রামের সাইদুর রহমান স্বপন তালুকদারের মেয়ে সাদিয়া আক্তার জিম (৮)। সম্পর্কে তারা খালা-ভাগ্নি। তারা দেউপুর গ্রামে নানি ও খালার বাড়িতে থেকে পড়াশোনা করতো।
নিহত সাদিয়ার মামা জাকারিয়া বলেন, সকালে তারা বাড়ির পাশে খেলাধুলা শেষে গোসল করার জন্য পুকুরে নেমেছিল। পরে সাড়ে ১২টার দিকে জান্নাতী ও সাদিয়া পানিতে ডুবে যায়। এসময় আরেক শিশু তাদের পানিতে ডুবে যাওয়ার খবর জানায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুরের পানি থেকে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভুঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মনিরুল ইসলাম রুপক বলেন, দুপুরের দিকে দুইশিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
এ বিষয়ে ভুঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হোসেন বলেন, দুই শিশুর মরদেহ হাসপাতালে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা