আপডেট : ২ সেপ্টেম্বর, ২০২৩ ২১:৩৯
অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বে ৩৫তম: অর্থমন্ত্রী
প্রতিনিধি, কুমিল্লা

অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বে ৩৫তম: অর্থমন্ত্রী

ছবি: দৈনিক বাংলা

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯ সাল থেকে গত ১৪ বছরে বাংলাদেশের আমূল পরিবর্তন এসেছে। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বে ৩৫তম অবস্থানে রয়েছে। এক সময় অর্থনৈতিক সূচকে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে খুঁজে পাওয়া যেত না। সেই বাংলাদেশকে সারা বিশ্ব এখন অসাধারণ বিপ্লবী দেশ বলে চেনে।

শনিবার বিকেলে কুমিল্লার লালমাই উপজেলায় ‘নলেজ পার্ক’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ১৭৫ কোটি টাকা ব্যয়ে প্রায় ৮ একর জমিতে নির্মিত নলেজ পার্ক হবে কুমিল্লা অঞ্চলের ফ্রিল্যান্সার ও তরুণ উদ্যোক্তাদের প্রাণকেন্দ্র। এখানে প্রতিবছর ৩ হাজার জন তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন। এখানে ১ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে সারা দেশের ১২ জেলায় আইটি ও হাইটেক পার্ক নির্মাণ করা হবে। এর মধ্যে কুমিল্লায় নলেজ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। আগামী জুন মাসের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।