আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:৫৪
রোনালদোর ৮৫০
ক্রীড়া ডেস্ক

রোনালদোর ৮৫০

আগের ম্যাচেই ক্রিস্টিয়ানো রোনালদো গড়তে পারতেন নতুন এক রেকর্ড। ছিল হ্যাটট্রিক করার সুযোগ। এমন দুটি মাইলফলকের কোনোটাই পূরণ করেন করেননি তিনি। তবে সৌদি প্রো লিগে নিজেদের সবশেষ ম্যাচে দারুণ এক গোল করে সেই রেকর্ড গড়েছেন সিআর সেভেন।
ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্লাব এবং জাতীয় দলের হয়ে ৮৫০তম গোলের দেখা পেয়েছেন রোনালদো। গোলের পর বার্তাও দিয়েছেন এখানেই থেমে যেতে চান না তিনি।

গত শনিবার রাতে সৌদি প্রো লিগে আল হাজমের বিপক্ষে খেলতে নামে রোনালদোর আল নাসর। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আক্রমণ করে খেলতে থাকে মানে-রোনালদোরা। ম্যাচের ২৩তম মিনিটে প্রথম গোলের সুযোগ পান রোনালদো। তবে পর্তুগিজ তারকার শটের সামনে দেয়াল হয়ে দাঁড়ান প্রতিপক্ষ গোলরক্ষক।

লিড পেতে আল নাসরকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৩৩ মিনিট পর্যন্ত। রোনালদোর বানিয়ে দেওয়া বলে প্লেসিং শটে নাসরকে লিড এনে দেন আব্দুলরাহমান ঘারিব। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন আব্দুল্লাহ আল-খাইবারি। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এক গোল পরিশোধ করে আল-হাজম। ম্যাচের ৪৭ মিনিটে দূরপাল্লার শটে দারুণ এক গোল করেন মুহাম্মেদ বাদামোসি। এর ১০ মিনিট পর আবারো গোলের দেখা পায় আল নাসর। এবাররো গোল করতে ভূমিকা রাখেন রোনালদো। মার্সেলো ব্রোজোভিচের সঙ্গে ওয়ান-টু খেলে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পাস বাড়ান ফাঁকায় দাঁড়িয়ে থাকা ওতাভিওকে। প্লেসিং শটে বল জালে জড়ান রোনালদোর স্বদেশি এই তারকা।

আর ম্যাচের ৬৮ মিনিটে রোনালদো নিজেই করেন এক দুর্দান্ত গোল। তাতেই ক্যারিয়ারে ৮৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। ডি-বক্সে ঘারিবের বাড়ানো পাসে ফাঁকায় দাঁড়ানো রোনালদো বল পেয়ে যান। এরপর জোরাল শটে বল জালে জড়ান পর্তুগিজ মহাতারকা। চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা রোনালদো ৪ ম্যাচে ৬ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন।

আল হাজমের জালে শেষ পেরেকটি ঠুকে দেন সাদিও মানে। ঘারিবের বাড়ানো বল নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে পরাস্ত করে প্লেসিং শটে দূরের পোস্টে পাঠান মানে। ফলে ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত আল নাসেরের জার্সিতে ৩০টি ম্যাচ খেলেছেন রোনালদো। জালে বল জড়িয়েছেন ২৬ বার। নিজের মাইলফলক নিয়ে রোনালদো লিখেছেন, ‘আমার ক্যারিয়ারের ৮৫০তম গোল। আরও গোল আসছে।’