শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ড. ইউনূসের মামলায় কলকারখানার পক্ষে আইনি লড়াই করবেন না বলে জানিয়েছেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান। সোমবার দৈনিক বাংলাকে তিনি নিজেই এ তথ্য জানান।
এ আইনজীবী বলেন, “শুনেছি এ মামলায় আরেকজন আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে। আমার বক্তব্য হলো, ‘আমি যখন কোনো মামলা লড়ি, সেটা আমার মতো করেই প্রস্তুতি নিই। কিন্তু আরেকজন হলে আমি আমার মতো করে করতে পারি না’।”
জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলীকে ড. ইউনূসের মামলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শকের পক্ষে নিয়োগ দেয়া হয়েছে।
জানতে চাইলে সৈয়দ হায়দার আলী বলেন, ‘গত সপ্তাহে আমাকে নিয়োগ দেয়া হয়েছে। আশা করছি ভালোভাবেই মামলায় অংশ নিতে পারব।’
ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লংঘনের অভিযোগে দায়ের করা মামলাটি শ্রম আদালতে বিচারাধীন রয়েছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা