আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:৫১
ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, নতুন ভর্তি ২৭৮২

ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, নতুন ভর্তি ২৭৮২

রোগীর চাপে সিট না পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্তরা। ফোকাস বাংলা সাম্প্রতিক ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৮২ জন ডেঙ্গু রোগী।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৮২ জন। তাদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি ৯৫১ জন আর ঢাকা মহানগরের বাইরের হাসপাতালগুলোদে ভর্তি হয়েছেন এক হাজার ৮৩১ জন।

অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত সরকারি হিসেবে হাসপাতালে ভর্তি হলো মোট এক লাখ ৩৫ হাজার ৯১৬ জন। তাদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালে ৬২ হাজার ৪৪০ জন এবং ঢাকা মহানগরের বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ৪৭৬ জন।

হাসপাতালে ভর্তি এক লাখ ৩৫ হাজার ৯১৬ জনের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ২৬ হাজার ১২৭ জন আর বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯ হাজার ১৩২ জন।

এর আগে দেশে ২০১৯ সালে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছিল। সে বছর এক লাখ এক হাজার ৩৫৪ জন। চলতি বছরের ২১ আগস্ট সে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হয়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১১ জনের। তাদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আট জন আর ঢাকা মহানগরের বাইরের হাসপাতালে ছিলেন তিন জন।

তাদের নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৬৫৭ জনের। তাদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৪৭৬ জন আর ঢাকা মহানগরের বাইরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১৮১ জন।

এর আগে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বছর অর্থাৎ ২০২২ সালে ২৮১ জনের মৃত্যু হয়। চলতি বছরের আগে সেটাই ছিল ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। কিন্তু গত ৩ আগস্ট সে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হয়। এরপর গত ২৩ আগস্ট মৃত্যু ছাড়িয়ে যায় পাঁচ শতাধিক।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি মাসের প্রথম পাঁচ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৬৪ জনের আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ১০৮ জনের।

এর আগে গত আগস্ট মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৯৭৬ জন। আর মৃত্যু হয়েছে ৩৪২ জনের। তারও আগে চলতি বছরের জুলাই মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৩ হাজার ৮৫৪ জন। ওই মাসে মৃত্যু হয়েছিল ২০৪ জনের। জুন মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৫ হাজার ৯৫৬ জন। সে সময় মারা যান ৩৪ জন। বছরের প্রথম মাস জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসে ১ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি হন। জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন এবং এপ্রিল ও মে মাসে দুজন করে মারা যান।

দেশে ডেঙ্গুর প্রকোপ নজরে আসে ২০০০ সালে। এরপর সবচেয়ে ডেঙ্গু বেশি রোগী শনাক্ত হয় ২০১৯ সালে। কিন্তু চলতি বছরে সে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হয়। গত ২১ আগস্ট ২ হাজার ১৯৭ জনকে নিয়ে সে দিন পর্যন্ত মোট রোগী হয় ১ লাখ ২ হাজার ১৯১ জন। ২০১৯ সালে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন এবং মৃত্যু হয় ১৭৯ জনের।