আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০২৩ ২০:৫৩
সাজেকে অপহরণের ৬ ঘণ্টা পর উদ্ধার ঢাবিছাত্রী
প্রতিনিধি, রাঙামাটি

সাজেকে অপহরণের ৬ ঘণ্টা পর উদ্ধার ঢাবিছাত্রী

দীপিকা চাকমা

রাঙ্গামাটির সাজেকের শিজকছড়া থেকে অপহরণের ছয় ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্রী দীপিকা চাকমা উদ্ধার হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৭টার পরে সাজেকের উদয়পুর সীমান্ত সড়ক থেকে দীপিকাকে উদ্ধার করা হয়।

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এই উদ্ধার অভিযানে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার তৎপরতা চালিয়েছে।

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ বলেন, ‘বর্তমানে দীপিকার সঙ্গে তার বাবা-মা আছেন। তাদের সাজেক থানায় নিয়ে আসা হচ্ছে। পরে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।’

গত মঙ্গলবার রাতে বিভাগের ৪০ জন শিক্ষার্থীর একটি দলের সঙ্গে পাহাড়ি পর্যটন স্পট সাজেকের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হন দীপিকা। তাদের সঙ্গে বিভাগের একজন শিক্ষকও ছিলেন। বুধবার সাজেকে ঢোকার পথে শিজকছড়া এলাকা থেকে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে যায়।