এখন থেকে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অফিস-সংক্রান্ত কোনো তথ্য জানাতে বা প্রকাশ করতে অ্যাটর্নি জেনারেলের অনুমতি লাগবে বলে নোটিশ জারি করা হয়েছে।
নোটিশ জারির বিষয়টি বৃহস্পতিবার দৈনিক বাংলাকে নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন। তিনি বলেন, গত ৫ সেপ্টেম্বর এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অত্র অফিসের সব বিজ্ঞ আইন কর্মকর্তাকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমে অফিস-সংক্রান্ত কোনো বিষয়ে কোনো প্রকার বক্তব্য প্রদানের পূর্বে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সঙ্গে পরামর্শ ও পূর্ব অনুমতি সাপেক্ষে বক্তব্য প্রদানের জন্য নির্দেশক্রমে সবিনয় অনুরোধ করা হলো।’
গত ৫ সেপ্টেম্বর ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে বক্তব্য দেন। ওই দিন তিনি নোবেলবিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংক্রান্ত বিবৃতিতে সই না করার বিষয়টি জানান।
এরপরই বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। এক পর্ায় তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলেন স্বয়ং আইনমন্ত্রী। এ জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান মন্ত্রী।
এরই ধারাবাহিকতায় অ্যাটর্নি জেনারেল অফিস থেকে এ বিজ্ঞপ্তি জারি করে আইন কর্মকর্তাদের প্রতি এ নির্দেশনা দেয়া হয়।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা