আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:২৬
জি২০ সম্মেলন: বাইডেন জারুল ও সুনাক রোপণ করবেন উইলো
দৈনিক বাংলা ডেস্ক

জি২০ সম্মেলন: বাইডেন জারুল ও সুনাক রোপণ করবেন উইলো

সংগৃহীত ছবি

ভারতে জি২০ সম্মেলনের অনুষ্ঠান শেষে বৃক্ষরোপন করবেন বিশ্বনেতারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোপণ করবেন জারুল গাছের চারা। উইলো গাছের চারা রোপণ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এই বৃক্ষরোপন কর্মসূচির জন্য বাংলাদেশ থেকে আমগাছের চার সংগ্রহ করেছে ভারত। সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা একথা জানায়।

১৭টি দেশ থেকে বিভিন্ন প্রজাতির গাছ সংগ্রহ করেছে নয়াদিল্লি। জি২০ সম্মেলনের স্মারক হিসেবে রয়ে যাবে গাছগুলি। আনন্দবাজার জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁসহ অতিথি রাষ্ট্রপ্রধানেরা কোন গাছ রোপণ করবেন, ইতিমধ্যেই তা স্থির করা হয়েছে। আগামী রোববার দিল্লির প্রগতি ময়দানের ভারতমণ্ডপমে জি২০ বৈঠক শেষ হওয়ার পর এই বৃক্ষরোপণ অনুষ্ঠান হবে। তবে দিল্লির ঠিক কোথায় এটি হবে, নিরাপত্তাগত কারণেই তা আগাম জানানো হয়নি।

কোন দেশে যে গাছের সংখ্যাধিক্য সেই গাছের চারাকে কিংবা আলাদা কোনও বিশেষত্ব থাকা গাছের চারাকেই ভারত সংগ্রহ করেছে। বাংলাদেশ থেকে আম গাছের চারা নেয়া হয়েছে। ইতালি এবং তুরস্ক থেকে আনা হয়েছে অলিভ গাছের চারা। সৌদি আরব থেকে আনা হচ্ছে এক বিশেষ প্রজাতির তাল গাছের চারা। আবার স্থানীয় ভাবেও দেশের কিছু অঞ্চল থেকে গাছের চারা সংগ্রহ করা হয়েছে। কাশ্মীর থেকে আনা হয়েছে চিনার গাছের চারা। প্রাথমিকভাবে জানা গেছে, ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ রোপণ করবেন চিনার গাছের চারা। ভারতের জম্মু ও কাশ্মীরে এই গাছ দেখা যায়। অর্জুন গাছের চারা রোপণ করবেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানায়, বৃক্ষরোপণের এই পরিকল্পনা স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্তিষ্কপ্রসূত। তিনি জি২০ বৈঠকের আয়োজকদের জানান, প্রতিটি দেশেই কিছু কিছু গাছ সংস্কৃতি এবং লোকায়ত কিছু বিশ্বাসের প্রতীক। তাই ঐক্যের বার্তা দিতে পরিবেশ মন্ত্রণালয়কে বিশেষ কিছু গাছ সংগ্রহের পরামর্শ দেন। আজ শনিবার জি২০ সম্মেলন শুরু হওয়ার আগেই যাতে সব গাছের চারা দিল্লি এসে পৌঁছায়, তা নিশ্চিত করেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।