গাজীপুরের শ্রীপুরে তাকওয়া পরিবহনের একটি চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে এক নারী পোশাক শ্রমিককে পিষে মারল চালক। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার মেঘনা সাইকেল ফ্যাক্টরির সামনে ওই ঘটনা ঘটে।
নিহত নারী চম্পা (৩২) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ নিজগাঁও গ্রামের আবুল কালামের স্ত্রী। তিনি শ্রীপুর উপজেলার পৌর এলাকার স্থানীয় হ্যামস নামক একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। ঘটনার পর পরই দ্রুত পালিয়ে যায় বাসটি।
এদিকে শ্রমিকের মৃত্যুর পর পরই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তাকওয়া পরিবহনের বেশ কয়েকটি মিনিবাসে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রত্যক্ষদর্শী বালুবাহী শ্রমিক জালাল উদ্দিন বলেন, ‘ওই নারীকে বাস থেকে ফেলে চাপা দেয়ার বিষয়টি আমিসহ বেশ কয়েকজন দেখেছেন। এ সময় বাসের ভেতর থেকে চেঁচামেঁচির আওয়াজ আসছিল।’
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, ‘নিহতের পরিবার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। জড়িত বাসটিকে শনাক্ত করতে পারলেই প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।’
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা