গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে চলতি বছরে একদিনে সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া রোগীর মধ্যে আটজনই রাজধানী ঢাকার হাসপাতালে ভর্তি ছিলেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৯৩ জন। এই সংখ্যা চলতি বছরে একদিনে হাসপাতালে ভর্তি হওয়া সর্বোচ্চ রোগী। এর আগে গত ১০ আগস্ট ২ হাজার ৯৫৯ জন রোগী ভর্তি হয়েছিলেন। যা ছিল রোববারের আগে রেকর্ড। সে হিসাবের ঠিক এক মাসের মাথায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যায় নতুন রেকর্ড হলো।
অধিদপ্তরের তথ্যমতে, হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৯৯৩ জনের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৯ জন। নতুন আক্রান্তদের নিয়ে চলতি বছরে সরকারি হিসাবে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩২৮ জন। এদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭ হাজার ৫৯ জন। বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ২৬৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৭ হাজার ৭২৭ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৯ হাজার ৮৭১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৪ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৮ জন। ঢাকার বাইরের হাসপাতালে ছিলেন ৬ জন। এদের নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন ৭৩০ জন। ঢাকার হাসপাতালে ৫২১ জন আর বাইরের হাসপাতালে মারা যান ২০৯ জন।
অধিদপ্তরের তথ্যমতে, সেপ্টেম্বর মাসের প্রথম ১০ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৫২০ জন। এদের মধ্যে মারা গেলেন ১৩৭ জন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা