আপডেট : ১১ অক্টোবর, ২০২২ ১৭:৪৫
অধ্যক্ষের আশ্বাসে সড়ক ছাড়ল ছাত্রীরা, যান চলাচল স্বাভাবিক

অধ্যক্ষের আশ্বাসে সড়ক ছাড়ল ছাত্রীরা, যান চলাচল স্বাভাবিক

ছবি: দৈনিক বাংলা

চার ঘণ্টা পর অধ্যক্ষ কামরুন নাহারের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ধানমন্ডি শাখার ছাত্রী ও অভিভাবকেরা। এরপর সড়ক ছেড়ে দেয়া হলে মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা সোয়া ৪টায় যান চলাচল স্বাভাবিক হয়।

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মঙ্গলবার বেলা ১২টা থেকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনের মোড়ে সড়ক অবরোধ করে রাস্তায় অবস্থান নেয় ভিকারুননিসার ধানমন্ডি শাখার তিন শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

এর মধ্যে ভিকারুননিসার অধ্যক্ষের প্রতিনিধি হিসেবে কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে আসেন বেলা ৩টার দিকে। তারা শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা মানেনি।

বেলা পৌনে চারটায় ভিকারুননিসার অধ্যক্ষ কামরুন নাহার ঘটনাস্থলে এসে আন্দোলনকারী ছাত্রী ও তাদের অভিভাবকদের বলেন, আমরা অনেক চেষ্টা করেছি সরকারি একটা প্লট পেলে সেখানে আমরা বিল্ডিং করবো অথবা ইইডির (শিক্ষা প্রকৌশল অধিদপ্তর) মাধ্যমে বিল্ডিং করে নেব। কেউ যদি দান করে, তাহলে আমাদের জন্য ভালো হয়। অভিভাবকদের সহযোগিতাও লাগবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের আশ্বস্ত করছি স্কুল তুলে দেওয়ার চিন্তা আমাদের নেই। ধানমন্ডি শাখা থাকবে। হয়তো ভবিষ্যতে নিজস্ব জমিতে রুপান্তরিত হবে।