রাজবাড়ীর সদরে বালুর স্তুপে চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জৌকুড়া ঘাটে হান্নান সেখের বালুর চাতালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জৌকুরা ঘাট এলাকায় হান্নান শেখের চাতালে নিহত তিন শ্রমিক ট্রাকে বালু তুলে দেন। এরপর বালুর ওপর তেরপল দেয়ার কিছুক্ষণ পর চাতালের ওপর থেকে বালু ধসে চাপা পড়েন তিন শ্রমিক। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন চাতাল মালিক হান্নান সেখের বড় ভাই আ. রহিম সেখ (৫২), জৌকুড়া এলাকার গেদা সেখের ছেলে মারুফ সেখ (১৯)। সে ভেকুর হেলপার হিসেবে ওই চাতালে কাজ করতো ও কুষ্টিয়ার সদর উপজেলার মিরপুর এলাকার আলী সরদারের ছেলে ইমরান সরদার (২৫)। তিনি ওই ট্রাকটির হেলপার ছিলেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিনসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।