নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ি ভাড়ার টাকা পরিশোধ করার জন্য চাপ প্রয়োগ করায় বাড়িওয়ালার শিশু মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে ভাড়াটিয়ার বিরুদ্ধে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মঙ্গলবার (১১ অক্টোবর) ভাড়াটিয়া মরিয়ম আক্তারকে আটক করেছে পুলিশ।
নিহত শিশু মারিয়া আক্তার বলাইখা এলাকার ফারুক মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহত শিশুর বাবা ফারুক মিয়া বলেন, পাঁচ মাস ধরে ব্রাক্ষ্মণবাড়িয়া এলাকার লাতু মিয়ার মেয়ে মরিয়ম আক্তার ও তার স্বামী মনির হোসেন আমার বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছেন। তিনমাসের ভাড়া পরিশোধ করলেও দুমাসের ১৩ হাজার টাকা ভাড়া আটকে রয়েছে তাদের কাছে। ভাড়া চাইতে গেলে তারা নানা অজুহাত দেখায়।
ফারুক মিয়া জানান, এক সপ্তাহ আগে তিনি ভাড়া চাইতে গেলে ভাড়াটিয়ারা হুমকি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া চলে যান। গতকাল সোমবার ফিরেও আসেন। আজ মঙ্গলবার সকালে ফারুক মিয়ার মেয়ে মারিয়া মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যায়। সন্ধ্যায় তার বাড়ির তিন তলা সানশেডের ওপড় কম্বল মোড়ানো লাশ দেখে ভাড়াটিয়া মরিয়ম আক্তারই ৯৯৯-এ ফোন দেন।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মারিয়ার মরদেহ উদ্ধার এবং মরিয়মকে আটক করে। তবে মরিয়ম ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা