আপডেট : ১১ অক্টোবর, ২০২২ ২২:৪৭
লক্ষ্মীপুরে গুলিতে যুবলীগ নেতা নিহতের মামলায় তিন আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে গুলিতে যুবলীগ নেতা নিহতের মামলায় তিন আসামি গ্রেপ্তার

গ্রেফতার তিন আসামি। ছবি: দৈনিক বাংলা।

লক্ষ্মীপুর সদর উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. আলাউদ্দিন পাটওয়ারী নিহতের ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করছে পুলিশ। সোমবার বিকেলে সদর উপজেলার বশিকপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিন জন হলেন নন্দীগ্রামের দুলাল হোসেনের ছেলে মামলার এজাহারভুক্ত আসামি সুমন হোসেন, বদরপুর এলাকার আবদুল মান্নানের ছেলে সাইফুল ইসলাম ও অজ্ঞাতনামা আসামি আবদুল মান্নান প্রকাশ। এর মধ্যে আবদুল মান্নান প্রকাশ মান্নানের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

এদিকে, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি একে অপরকে দায়ী করে সভা-সমাবেশ ও বিক্ষোভ করেছে। এ নিয়ে দুদলের নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় উত্তেজনা।

জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত আলাউদ্দিন হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সবাই হত্যকাণ্ডে জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। হত্যায় জড়িত বলে পুলিশের কাছে তারা দায়স্বীকারও করেছে। এছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত ৩০ সেপ্টেম্বর রাতে সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর এলাকার পদনা দিঘীরপাড় এলকায় কালভার্টের ওপর বসে মোবাইলে কথা বলছিলেন আলাউদ্দিন। হঠাৎ ৫-৬ জনের একদল সন্ত্রাসী মুখোশ পড়ে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরেরদিন এ ঘটনায় নিহতের ছেলে আকাশ বাদী হয়ে ২৯ জনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে।

মামলায় জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম ফরিদ উদ্দিন, বিএনপি নেতা গনি, জাবেদসহ ১৪ জনের নাম উল্লেখ করে আরও ১৫জনকে অজ্ঞাত আসামি করা হয়।