স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে গত ৯ সেপ্টেম্বর ঢাকার মূল ক্যাম্পাসে ‘রিসার্চ কোশ্চেনেয়ার ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য অধিদপ্তরের এমপিএইচ প্রোগ্রামের সহযোগী অধ্যাপক ও সমন্বয়ক নুহাদ রাইসা সেঁওতি সূচনা বক্তব্যের মাধ্যমে কর্মশালার সূচনা করেন।
ড. কপিল আহমেদ রিসোর্স পারসন হিসেবে কর্মশালার নেতৃত্ব দেন। তিনি প্রশ্নাবলির বিকাশ সম্পর্কে তার বিস্তৃত জ্ঞান শেয়ার করেছেন, প্রক্রিয়ার ধাপগুলোর ব্যাখ্যা এবং কার্যকর প্রশ্নাবলির মূল উপাদান নিয়ে আলোচনা করেছেন। কর্মশালায় এমপিএইচ ছাত্র, সাবেক ছাত্রসহ ২২ জন অংশগ্রহণকারী একত্র হয়েছিলেন, যারা প্রাথমিক তথ্য সংগ্রহের মাধ্যমে স্বাস্থ্য গবেষণায় আগ্রহী। বিজ্ঞপ্তি