আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:১৪
ভূমিকম্পে কাঁপল ঢাকা
দৈনিক বাংলা ডেস্ক

ভূমিকম্পে কাঁপল ঢাকা

প্রতীকী ছবি

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের এ কম্পন অনুভূত হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৯। ১০ কিলোমিটার (কিমি) গভীরতার এ ভূমিকম্পটির কেন্দ্র ছিল টাঙ্গাইল থেকে ২৮ কিমি দূরে।