ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেকে) হাসপাতালে বাসুদেব সরকার (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে আট জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
রোববার মারা যাওয়া বাসুদেব সরকার টাঙ্গাইলের দেলদোয়ার গ্রামের সুমেষ সরকারের ছেলে।
সোমবার সকালে এ সব তথ্য জানান মমেকের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পার্সন ফরহাদ হোসেন হিরা।
তিনি বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি হয়েছিল বাসুদেব সরকার। পরদিন রোববার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে চলতি বছরে এ হাসপাতালে আট জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মমেকে নতুন ২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৮ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী রয়েছে ১১৪ জন। এরমধ্যে পুরুষ ৮৪ জন, নারী ২৩ জন ও ৭ শিশু রয়েছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা