আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:৪১
প্রয়াত পরিচালক জাকীর কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা
বিনোদন প্রতিবেদক

প্রয়াত পরিচালক জাকীর কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা

পরিচালক জাকীর সঙ্গে সুবর্ণা মুস্তাফা

কাল রাতে বিদায় নিয়েছেন জনপ্রিয় ও নন্দিত পরিচালক সৈয়দ সালাহউদ্দিন জাকী। ১৯৮০ সালে মুক্তি পাওয়া তার নির্মিত ঘুড্ডি সিনেমাটি কালজয়ী সিনেমা হিসেবে সবার কাছে সমাদৃত। সেই সিনেমায় অভিনয় করেছিলেন নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। স্বাভাবিকভাবেই তার মৃত্যুতে শোকাহত সুবর্ণা।

প্রিয় পরিচালকের মৃত্যুর পর সামাজিক যোগাযোগম্যাধমে লিখেছেন সংসদ সদস্য। তার ভাষায়, ‘১৩ তারিখ রাতেও কথা হলো। বুঝিনি এটাই শেষবার! ক্ষমা করে দিয়েন জাকী ভাই, কিছুই করা হয়নি আপনার জন্য। আমি কেবল গ্রহণই করেছি আপনার আদর, আপনার ভালোবাসা, শিক্ষা। আবার অভিভাবক শূন্য হলাম আমরা। অনেক ভালোবাসি আপনাকে। শান্তিতে ঘুমান আপনি। পরম শ্রদ্ধা।’

উল্লেখ্য, সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১১টা ৫৩ মিনিটে মারা গেছেন সৈয়দ সালাহউদ্দিন জাকী। এদিন হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত হাসপাতালে নেয়া হলেও কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কিছুদিন আগে তিনি ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় দুটি চলচ্চিত্রের কাজ শেষ করেন। একটি ‘অপরাজেয় একা’ অন্যটি ‘ক্রান্তিকাল’। তবে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ইচ্ছেমতো ছোটাছুটি করতে পারতেন না সৈয়দ সালাউদ্দিন জাকী। তারপরও তাকে দমানো যায়নি। হুইলচেয়ারে বসেই ক্যারিয়ারের ৭ নম্বর চলচ্চিত্রটি বানান। ‘অপরাজেয় একা’ সেই নামের ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।