আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৪৯
সোনালী ব্যাংকে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা নিয়ে সভা
দৈনিক বাংলা ডেস্ক

সোনালী ব্যাংকে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা নিয়ে সভা

সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে ‘সেবাগ্রহীতা-অংশীজনদের অবহিতকরণ প্রথম সভা’ ব্যাংকের প্রধান কার্যালয়ে গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে সভার উদ্বোধন করেন সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর (অতিরিক্ত দায়িত্ব) সঞ্চিয়া বিনতে আলী।

ভিজিল্যান্স অ্যান্ড কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. খায়রুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার আশরাফুল হায়দার চৌধুরী।

সভায় প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সরাসরি ও জেনারেল ম্যানেজারস অফিস কুমিল্লা, নোয়াখালী এবং এই দুই জিম অফিসের আওতাধীন সব প্রিন্সিপাল অফিস ও করপোরেট শাখার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি