আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩০
ব্যানার-ফেস্টুনে সৌন্দর্য হারাচ্ছে রাজবাড়ী শহর
রাজবাড়ী প্রতিনিধি

ব্যানার-ফেস্টুনে সৌন্দর্য হারাচ্ছে রাজবাড়ী শহর

বড় বড় ব্যানার-ফেস্টুন আর তোরণে ঢেকে আছে রাজবাড়ী পৌরসভার প্রধান প্রধান সড়ক। গাছে বড় বড় পেরেক মেরে ও সড়কের বৈদ্যুতিক খুঁটি থেকে শুরু করে ল্যাম্পপোস্ট, এমনকি শহরের সৌন্দর্যবর্ধনে সড়ক ডিভাইডারের মাঝে লাগানো গাছে দেখা যাচ্ছে রাজনৈতিক নেতা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পোস্টার এবং ওয়াজ মাহফিল, বিভিন্ন কোম্পানির ব্যানার, পোস্টার ও প্লাকার্ড।

নিয়মনীতি ও আইনের তোয়াক্কা না করেই সড়কগুলোতে বাঁশ ও কাঠের কাঠামোতে লাগানো হয়েছে এসব ব্যানার ও ফেস্টুন। এতে যেমন নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য তেমনি ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। তাই শহর থেকে এসব ব্যানার-ফেস্টুন ও প্লাকার্ড অপসারণের দাবি শহরবাসীর।

সরেজমিনে দেখা গেছে, রাজবাড়ী পৌরসভার জেলা পরিষদের সামনে থেকে বড়পুল মোড় পর্যন্ত, বড়পুল থেকে শুরু করে ১নং রেলগেট পর্যন্ত তোরণ, বিলবোর্ড আর ব্যানার-ফেস্টুনের রাজত্ব। বিভিন্ন কোচিং সেন্টারসহ নানা বাণিজ্যিক প্রতিষ্ঠান লাগিয়েছে ব্যানার ও পোস্টার। এতে সৌন্দর্য হারাচ্ছে সবুজের রাজবাড়ী শহর।

রাজবাড়ী পৌরসভার বেশ কয়েকজন বাসিন্দারা বলেন, ‘রাজবাড়ী ছোট্ট একটি শহর। এই শহরের সৌন্দর্য-ঐতিহ্য রয়েছে। জেলা পরিষদ থেকে রাজবাড়ীর ১নং রেলগেট, ১নং রেলগেট হয়ে রাজবাড়ী মুরগির ফার্ম পর্যন্ত শহরের সৌন্দর্যবর্ধনের জন্য সড়ক ডিভাইডারের মাঝে সবুজ গাছ লাগিয়েছে পৌরসভা। তবে বর্তমানে ব্যানার-ফেস্টুন রাজবাড়ী শহরের সৌন্দর্য নষ্ট করছে। এগুলো দ্রুত অপসারণের দাবিও তাদের।’

শহরের শ্রীপুর এলাকার ব্যবসায়ী ওয়াজিফ হোসেন বলেন, ‘কয়েক দিন আগেই সড়ক ভবনের আগে তিন রাস্তার মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক আরোহীর মৃত্যু হয়। তিনি রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই মোড়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের ব্যানার ও প্লাকার্ড থাকার কারণে রাস্তার বিপরীত পাশে কিছু দেখতে পাননি তিনি। ফলে ওই দুর্ঘটনাটি ঘটে। তাই অতিদ্রুত শহরের বিভিন্ন মোড়ে থাকা ব্যানার-ফেস্টুন ও প্লাকার্ড অপসারণ করতে হবে। তা না হলে আরও বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে।’

শহরের বড়পুল এলাকার বাসিন্দা শিমুল, হাসান, তৈয়ব, অতুল বলেন, ‘রাস্তার মাঝখানে এত প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার যে, রাস্তার বিপরীত পাশে কিছু দেখা যায় না। এতে নানা ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই রাজবাড়ী শহরবাসীর দাবি শহরের সৌন্দর্য ফিরিয়ে আনতে এগুলো অপসারণ করতে হবে।’

ইউসিসি কোচিং সেন্টারের ৩৫টি ফেস্টুন লাগিয়েছে শহরের বিভিন্ন স্থানে। রাজবাড়ী ইউসিসি কোচিং শাখার পরিচালক মেহেদী চিশতি বলেন, ‘আমরা শুধু কলেজের সামনে ফেস্টুনগুলো লাগিয়ে থাকি।’

রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু বলেন, ‘আমরা মাঝে মাঝে অভিযান পরিচালনা করে ব্যানার-ফেস্টুন অপসারণ করি। কিছুদিন পর নেতা ও ব্যবসায়ীরা আবার ব্যানার-ফেস্টুন লাগানো শুরু করেন। দ্রুত আমরা কঠোর অবস্থানে যাব। কোনোভাবেই শহরের সৌন্দর্য নষ্ট হতে দিব না।’