আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা যেন না হয় সে বিষয়ে র্যাব কাজ করছে। একই সঙ্গে যে কোনো ধরনের গুজব, অপপ্রচার রোধে র্যাবের সাইবার মনিটরিং টিম সর্বদা নজরদারি রাখছে।
সোমবার দুপুরে রাজধানীর মাটিকাটা ইসিবি চত্ত্বর মেন রোডে সাংবাদিকদের এ কথা জানান র্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান।
তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে বিশেষ রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট মোতায়েন করেছে র্যাব। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সন্ত্রাসী গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটাতে পারে, সে লক্ষ্যে সারাদেশে একযোগে কাজ করছে র্যাব। এছাড়া সামাজিক অপরাধ, হত্যা, চুরি ও ছিনতাই রোধে নিয়মিত র্যাব-৪ এর বিশেষ রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট মোতায়েন থাকবে। এই পেট্রোল জোরদারের ফলে ছিনতাই, চুরি, ডাকাতি, খুন ও ধর্ষণসহ অন্যান্য অপরাধ বহুলাংশে হ্রাস পেয়েছে। একইসঙ্গে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য অনেকটাই কমে গেছে।
তিনি বলেন, জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ইভেন্টের সময় নানা স্বার্থান্বেষী মহলের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার আশঙ্কা দেখা দিলে নাগরিকদের জানমালের নিরাপত্তায় কাজ করে যাবে র্যাব।
আবদুর রহমান বলেন, রোবাস্ট পেট্রোল ছাড়াও যেকোনো উদ্ভূত পরিস্থিতি, সহিংসতা কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলার ক্ষেত্রে র্যাব স্পেশাল ফোর্স টিম, র্যাবের হেলিকপ্টার ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত রয়েছে সবসময়। একই সঙ্গে যে কোনো ধরনের গুজব, অপপ্রচার রোধে র্যাবের সাইবার মনিটরিং টিম সর্বদা নজরদারি রাখছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা