বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমির উদ্যোগে সম্প্রতি ‘Central Bank and Its Role: Present and Future Challenges’ বিষয়ে এক সেমিনার বিবিটিএর একেএন আহমেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচক হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন ড. মো. এজাজুল ইসলাম, নির্বাহী পরিচালক (গবেষণা), বাংলাদেশ ব্যাংক এবং মো. জুলকার নায়েন, নির্বাহী পরিচালক, বিবিটিএ।
সেমিনারে বিবিটিএর পরিচালক মো. মেজবাহ উদ্দিন মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক হতে পরিচালকপর্যায়ের ১১৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্য দেন বিবিটিএর নির্বাহী পরিচালক মো. জুলকার নায়েন। বিজ্ঞপ্তি