আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ২০:১১
বনানীর সেই প্রকৌশলীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
নিজস্ব প্রতিবেদক

বনানীর সেই প্রকৌশলীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

রাজধানীর বনানী এলাকা থেকে কামরুল হাসান নামের এক প্রকৌশলীকে তুলে নেয়ার অভিযোগ উঠেছিল। তবে তার খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছে বনানী থানা পুলিশ। তার বিরুদ্ধে গত সোমবার রাতে র‌্যাবের পক্ষ থেকে বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান দৈনিক বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে পারিবারিক সূত্রে জানা যায়, প্রকৌশলী কামরুল হাসান বনানীর একটি আইটি প্রতিষ্ঠানের কর্মকর্ত হিসেবে কর্মরত ছিলেন। গত রোববার সন্ধ্যায় কাজ শেষে অফিস থেকে এক সহকর্মীর সঙ্গে বের হয়ে বনানী ২৮ নম্বর সড়কে এলে প্রশাসনের লোক পরিচয়ে তাকে একটি গাড়িতে তুলে নেয়া হয়। এ সময় সঙ্গে থাকা তার সহকর্মীকে বলা হয়েছিল, রাতেই তাকে ছেড়ে দেয়া হবে। তবে এর পর থেকে তাকে খুঁজে না পাওয়ায় কামরুলের স্ত্রী বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মঙ্গলবার সন্ধ্যায় বনানী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান দৈনিক বাংলাকে বলেন, গত সোমবার রাতে এই প্রকৌশলীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে র‌্যাবের পক্ষ থেকে মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।