আপডেট : ১৩ অক্টোবর, ২০২২ ১০:৫৪
যৌন হেনস্তার শিকার হয়েছিলেন প্যারিস

যৌন হেনস্তার শিকার হয়েছিলেন প্যারিস

প্যারিস হিল্টন

প্যারিস হিল্টন যেন একের মধ্যে সব। একাধারে মডেল, ব্যবসায়ী আবার মার্কিন ধনকুবেরদের একজন। তিনিই শৈশবে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। গণমাধ্যমে সম্প্রতি এমনটাই জানালেন এই তারকা।

গত ১১ অক্টোবর মার্কিন পত্রিকা নিউইয়র্ক টাইমসকে একটি সাক্ষাৎকার দেন প্যারিস। সেখানে বোর্ডিং স্কুলে পড়ার সময় হেনস্তা হওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি। তখন তার বয়স ১৭ বছর। যদিও ৪১ বছর বয়সী এই তারকা প্রথম তার এই বাজে অভিজ্ঞতার কথা বলেছিলেন ২০২০ সালের ইউটিউব প্রামাণ্যচিত্র ‘দিস ইজ প্যারিস’-এ।

প্যারিসের ভাষায়, তখন ১৯৯০ সাল। বিশেষ কিশোর-কিশোরীদের জন্য উতাহ বোর্ডিং স্কুলে প্রায় ১১ মাস কাটিয়েছিলেন প্যারিস। গলা ও ঘাড়ের কোনো সমস্যায় বাচ্চাদের কেউ ভুগছে কি না, তা পরীক্ষা করার জন্য বোর্ডিং স্কুলের কর্মীরা সব মেয়েকে একটি ঘরে নিয়ে যেতেন বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘তখন রাত তিনটা কি চারটা বাজে। শারীরিক পরীক্ষার কথা বলে স্কুলের কর্মীরা আমাকে এবং সেখানকার অন্য মেয়েদেরও একটি আলাদা ঘরে যেতে বলে। ঘরের ভেতর যারা ছিল, তাদের কাউকে দেখে চিকিৎসক মনে হয়নি। ঘরের ভেতর স্কুলের কেবল কয়েকজন কর্মী ছিল। তারা মেয়েদের শুইয়ে দিয়ে স্পর্শকাতর স্থান স্পর্শ করে। তখন আমার সঙ্গে ঠিক কী হচ্ছিল তা বুঝতে পারিনি। তবে খুব ভয় পেয়েছিলাম।’

এ ঘটনা তাকে সব সময় তাড়িয়ে বেড়াত। প্যারিসের ভাষায়, ‘বড় হয়ে যখন পেছনে ফিরে দেখি, তখন বুঝতে পারি, আমাকে যৌন নির্যাতন করা হয়েছিল।’

শুধু তা-ই নয়, প্যারিস মনে করেন এ ধরনের অভিজ্ঞতা প্রকাশ করা জরুরি। যাতে মানসিক ট্রমা কেটে যায়। এ ধরনের যৌন হেনস্তা বন্ধে সহযোগিতা করা যায়।