আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ২১:১১
বাবা হত্যায় ছিলেন জেলে, স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার
রাজশাহী ব্যুরো

বাবা হত্যায় ছিলেন জেলে, স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার

ছবি: দৈনিক বাংলা

রাজশাহীর চারঘাট উপজেলায় বাবাকে হত্যার মামলায় দেড় বছর জেল খেটে জামিনে বেরিয়েই এবার স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মো. মুরাদ আলী কারিগর (৪০) নামে এক যুবক। গতকাল শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে জেলার পুঠিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মুরাদ আলী কারিগর রাজশাহীর চারঘাট উপজেলার তাতারপুর কারিগরপাড়ার মৃত সাদেক আলী কারিগরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া মুখপাত্র মো. রফিকুল আলম।

তিনি বলেন, ‘গ্রেপ্তার মুরাদ আলী কারিগর লাঠি দিয়ে মাথায় আঘাত করে বাবা সাদেক আলী কারিগরকে হত্যার অভিযোগে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়ে রাজশাহী কারাগারে ছিলেন। তিনি এক মাস আগে জামিনে বের হয়ে ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে স্ত্রী শিলা খাতুনকে (২৭) হত্যা করেন বলে অভিযোগ ওঠে। এ পরিপ্রেক্ষিতে নিহত শিলা বেগমের ভাই মো. দুলাল হোসেন বাদী হয়ে গত ২৭ সেপ্টেম্বর রাজশাহীর চারঘাট থানায় নারী ও শিশু নির্‌যাতন দমন আইন-২০০০-এর ১১(ক)/৩০ ধারায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে জেলার পুঠিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. মুরাদ আলী বাবাকে হত্যার মামলায় দেড় বছর জেল খেটে এক মাস আগে জামিনে মুক্ত হয়ে বাড়িতে আসেন। এরপর স্ত্রী শিলা বেগমের পৈতৃকসূত্রে পাওয়া ১০ কাঠা জমি বিক্রি করে সেই টাকা তাকে দিতে চাপ প্রয়োগ করেন। কিন্তু শিলা বেগম সেই জমি বিক্রি করতে অসম্মতি জানালে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে গত ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে মো. মুরাদ আলী তার স্ত্রী শিলা বেগমকে নিজের শয়নকক্ষে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে বাড়ির আঙ্গিনার কলঘরে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুঠিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।