সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জাসদ। দলের নেতারা বলছেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের কথা বললেও এর বদলে সাইবার নিরাপত্তা আইন কেবল নাম পরিবর্তন মাত্র। সাইবার নিরাপত্তায় গুরুত্ব না দিয়ে সরকার ভিন্নমত দমনে এই আইন চালু করেছে।
রাজধানীর তোপখানা রোডে শনিবার বিকেলে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ জাসদের নেতারা। সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বাতিলের দাবিতে বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর শাখা এই সভার আয়োজন করে।
প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবাদের মুখে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার কথা বললেও এর বদলে যে সাইবার নিরাপত্তা আইন করেছে, তা শুধু নামের পরিবর্তন মাত্র। সাইবার জগতের অপরাধকে গুরুত্ব না দিয়ে ভিন্নমত দমনের উদ্দেশ্যে সরকার নতুন মোড়কে সাইবার নিরাপত্তা আইন চালু করেছে।’
তিনি বলেন, ‘অন্যদিকে বাতিল করা ও নিন্দিত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা সব চালু আছে এবং সাজাও দেয়া হচ্ছে। আমরা অবিলম্বে এ কালো আইন বাতিলের দাবি জানাচ্ছি।’
নাজমুল হক প্রধান বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরাতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, করিম শিকদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এফএম ইসমাইল চৌধুরী, বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর দক্ষিণ যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির, মতিঝিল থানার সভাপতি মো. শাহ আলম খান, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাহাত প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আব্দুস সালাম খোকন। সঞ্চালনা করেন বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা