আপডেট : ১৩ অক্টোবর, ২০২২ ১৭:৫১
সমস্ত শক্তি নিয়োগ করেও সুষ্ঠু নির্বাচন দিতে পারেনি ইসি

সমস্ত শক্তি নিয়োগ করেও সুষ্ঠু নির্বাচন দিতে পারেনি ইসি

ছবি: দৈনিক বাংলা

নির্বাচন কমিশন (ইসি) গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে সমস্ত শক্তি দিয়েও সুষ্ঠু ভোট করতে পারেনি বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘জাতীয় সংসদের গাইবান্ধা-৫ উপ-নির্বাচনে সমস্ত শক্তি নিয়োগ করেও সুষ্ঠু নির্বাচন দিতে পারেনি নির্বাচন কমিশন। নিজেরাই নির্বাচন বন্ধ করে দিয়েছে। আমরা যে কথাটা বার বার বলে আসছি দলীয় সরকারের অধীনে কোন ভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সেটি প্রমানিত হয়েছে।’

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে কী হলো না হলো এ বিষয়ে বিএনপির খুব বেশি কোন আগ্রহ নেই। আমাদের আগ্রহ একটাতেই, সেটা হচ্ছে, শুধু নির্বাচন ব্যবস্থা নয়, সমগ্র দেশকে যারা বিকলাঙ্গ করে ফেরেছে, গণতন্ত্রকে যারা হরণ করেছে, তাদেরকে সরিয়ে একটা সত্যিকার অর্থেই একটা তত্ত্বাবধায়ক সরকার এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনের নির্বাচনে একটা নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়েই একমাত্র পথ বলে আমরা মনে করি। সে কারনেই আমরা আমাদের আন্দোলন শুরু করেছি।’

গতকাল বুধবার গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ আসতে থাকে।  আওয়ামী লীগের মাহমুদুল হাসান রিপন ছাড়া বাকি চার প্রার্থী ভোট বর্জনের ঘোষনা দেন। 

পরে পরিস্থিতি ‘নিয়ন্ত্রণের বাইরে’ জানিয়ে দুপুরে ২ টার দিকে ভোট বন্ধ করার সিদ্ধান্তের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিুবুল আউয়াল।

গতকাল বুধবার চট্টগ্রামে বিএনপির সমাবেশ থেকে সরকার পতনের তৃতীয় পর্যায়ের আন্দোলন শুরু হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সমাবেশে লাখো মানুষের সমাগম হয়েছে। এ আন্দোলন দেশব্যপী ছড়িয়ে পড়বে এবং সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।’