ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজবাড়ীতে পরিবহন বাস ধর্মঘট চলছে। এতে করে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার ভোর থেকে এ রুটে বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিকরা।
নাম প্রকাশ করার না শর্তে বাস বন্ধের বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের এক সদস্য জানান, গোল্ডেন লাইন পরিবহন রাজবাড়ীর পরিবহন মালিকদের সঙ্গে কোনো আলোচনা না করে নিজেদের মতো ট্রিপ পরিচালনা করছিল। এতে বাধা দেয়ায় ঢাকার গাবতলীতে রাজবাড়ীর বাস কাউন্টারে ভাঙচুর করা হয়। পরে ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে বিষয়টির সুরাহা করা হয়। এরপর সিদ্ধান্ত হয়, গোল্ডেন লাইন রাজবাড়ীতে দুইটি ট্রিপ চালাবে। কিন্তু তারা সিদ্ধান্তের বাইরে গিয়ে একাধিক ট্রিপ চালায়। এ ঘটনায় গত শুক্রবার বাস মালিক সমিতির সামনে থেকে গোল্ডেন লাইনের একটি বাস যাত্রীদের নামিয়ে ঢাকা ফেরত পাঠানো হয়। এ নিয়ে আবারও দ্বন্দ্ব শুরু হয়।
তিনি আরও জানান, রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে ও ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে বিষয়টি মিমাংসা করা হয়। কিন্তু তারপরও গোল্ডেন লাইন তাদের ইচ্ছা মতো ট্রিপ চালাচ্ছে। এতে ব্যাবসার ক্ষতি হচ্ছে।
এদিকে ঢাকা-রাজবাড়ী রুটে হঠাৎ পরিবহন বন্ধ হওয়ায় যাত্রীরা কাউন্টারের এসে ফেরত যাচ্ছেন। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যাদের জরুরি কাজ রয়েছে, তারা ভেঙে ভেঙে ছোট গাড়িতে, অটোরিকশা, ভ্যান, মাহিন্দ্র, করে দৌলতদিয়া ঘাট পর্যন্ত যাচ্ছেন। আবার অনেকেই বাড়ি ফিরে যাচ্ছে।
এ বিষয়ে বক্তব্য নিতে রাজবাড়ী বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা