আপডেট : ৩ অক্টোবর, ২০২৩ ১৩:১৮
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে ফ্রি আই ক্যাম্প
দৈনিক বাংলা ডেস্ক

লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে ফ্রি আই ক্যাম্প

লাফার্জহোলসিম বাংলাদেশ ও রোটারি ক্লাব সিলেট সিটির উদ্যোগে গতকাল কোম্পানিটির ছাতক প্ল্যান্টে স্থানীয় জনসাধারণের জন্য এক দিনব্যাপী ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। লাফার্জহোলসিম বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আসিফ ভূইয়া ও ইন্ডাস্ট্রিয়াল ডিরেক্টর অমিতাভ সিং এই ক্যাম্পের উদ্বোধন করেন।

এ সময় সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (অব.) ডা. আবুল হাশেম চৌধুরী, সহকারী অধ্যাপক (অব.) ডা. রফিক উদ্দিন আহমদ খান, সহকারী অধ্যাপক ডা. সৈয়দ তৌফিক এলাহী এবং রোটারি ক্লাব সিলেট সিটির সভাপতি এস এ শফিসহ লাফার্জহোলসিমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের সময় আসিফ ভূইয়া চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তাদের মতো প্রখ্যাত চিকিৎসকদের আজকের আই ক্যাম্পে পেয়ে আমরা আনন্দিত।

তারা আমাদের এই উদ্যোগে সাড়া দিয়ে স্থানীয় মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন। আমি বিশ্বাস করি এর ফলে স্থানীয় মানুষ দারুণভাবে উপকৃত হবেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই লাফার্জহোলসিম স্থানীয় জনসাধারণের জীবনমান উন্নয়নে নানাবিধ টেকসই উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছে।’ দিনব্যাপী এ ক্যাম্পে ২৫০ জনেরও বেশি চক্ষু রোগীকে চিকিৎসাপত্র প্রদানের পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়। বিজ্ঞপ্তি