আপডেট : ৪ অক্টোবর, ২০২৩ ০৯:১০
উত্তরা ইউনিভা‍র্সিটির ৮ম সমাব‍‍র্তন
দৈনিক বাংলা ডেস্ক

উত্তরা ইউনিভা‍র্সিটির ৮ম সমাব‍‍র্তন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একাডেমিক উৎকর্ষতা, গবেষণা এবং উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য আমি উত্তরা ইউনিভার্সিটির ভূয়সী প্রশংসা করছি। এই শিক্ষা প্রতিষ্ঠানটি এ প্রজন্মকে লালন-পালন করে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উত্তরা ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়ে তাদের শ্রেষ্ঠত্ব এবং স্বয়ংসম্পূ‍র্ণতা প্রমাণ করেছে।

গতকাল মঙ্গলবার উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন ২০২৩-এর সভাপতি ও প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন ২০২৩ বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার- ৪ (নবরাত্রি হল)-এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। শুভেচ্ছা বক্তব্য দেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা এবং সমাবর্তনে উপস্থিত সব অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন উত্তরা ইউনিভার্সিটির রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন।

আরও উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভা‍র্সিটির বো‍র্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বদরুল ইকবাল, বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য, বুদ্ধিজীবী, রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপউপাচার্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। বিজ্ঞপ্তি