আপডেট : ৪ অক্টোবর, ২০২৩ ১৮:০৪
মেডিকেলের প্রশ্নফাঁস: বরখাস্ত হতে পারেন ডা. তারিম
খুলনা ব্যুরো

মেডিকেলের প্রশ্নফাঁস: বরখাস্ত হতে পারেন ডা. তারিম

ইউনুস উজ্জামান খাঁন তারিম

মেডিকেলের প্রশ্নফাঁসের মামলায় গ্রেপ্তার চিকিৎসক ইউনুস উজ্জামান খাঁন তারিমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।

বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরী স্বাক্ষরিত ওই চিঠি পাঠানো হয়।

ডা. নিয়াজ মুস্তাফি বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে আমরা মঙ্গলবার একটি চিঠি পেয়েছি। তাতে ডা. তারিমকে গ্রেপ্তারের সুস্পষ্ট কারণ উল্লেখ রয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এছাড়া গ্রেপ্তারের পর থেকে তিনি কর্মস্থলে উপস্থিত হতে পারেননি। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সিআইডি থেকে যে চিঠিটি পাঠানো হয়েছে, তাতে উল্লেখ র‍য়েছে—২০২০ সালের মিরপুর থানার পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে ডা. তারিমকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় তিনি তদন্তে প্রাপ্ত আসামি।

সিআইডির তদন্তে উঠে এসেছে, ডা. তারিম সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসকারী চক্রের অন্যতম সদস্য। তিনিসহ ওই চক্রের অন্যরা ২০০৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পারস্পরিক যোগসাজশে উচ্চমূল্যে প্রশ্ন বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করেছেন।