বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন তামিম ইকবাল। তার এই বাদ পড়া ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। এরই মধ্যে বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়েছেন তামিম। বিশ্বকাপ উপলক্ষে তৈরি করা একটি গানের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে সেখানেই তামিম জাতীয় দলকে শুভকামনা জানিয়েছেন।
মোবাইল অপারেটর রবির সৌজন্যে অর্থহীন ব্যান্ড তৈরি করেছে বিশ্বকাপ নিয়ে একটি গান। সেই গানের ভিডিওর সঙ্গে গানের একটি অংশ লিখে বাংলাদেশকে নিয়ে আশার কথা বলেছেন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল।
তামিম ইকবাল লিখেছেন- সময় এসেছে বাংলাদেশ এবার পারবে তুমিও জিতে যেতে আশা আছে সবার। শুধু আশা না, বাংলাদেশ দল এবার জিতবে এটা আমার বিশ্বাস। ধন্যবাদ অর্থহীন, ধন্যবাদ রবি- এমন দারুণ একটা গান উপহার দেয়ার জন্য। আর বাংলাদেশ দল, তোমাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা ও ভালোবাসা।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা