আপডেট : ৫ অক্টোবর, ২০২৩ ১৫:০৪
গাছে ঝুলছিল যুবকের মরদেহ
কমলগঞ্জ-শ্রীমঙ্গল ও মৌলভীবাজার প্রতিনিধি

গাছে ঝুলছিল যুবকের মরদেহ

ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জের কুড়মা চা বাগান (শান্তি নগর) এলাকায় একটি গাছ থেকে শাহেদ মিয়া (৩০) ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শাহেদ মিয়া ওই গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, পরিবারের সঙ্গে গতকাল বুধবার রাতে খাবার শেষ করে ঘুমাতে যায় শাহেদ। পরে স্থানীয়রা ভোরে তার মরদেহ গাছের সঙ্গে ঝুলে থাকতে দেখে পরিবারের লোকদের খবর দেয়। এরপর তারা বিষয়টি পুলিশকে অবহিত করলে সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।

ইউপি সদস্য নুরুল হক জানান, অনেক লোকজন শাহেদের কাছে টাকা পায়। টাকা দিতে না পেরে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

কমলগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক পবিত্র শেখর দাস বলেন, রাতের কোনো এক সময় সে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।