আপডেট : ৭ অক্টোবর, ২০২৩ ২০:২৫
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ১৪
দৈনিক বাংলা ডেস্ক

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ১৪

ছবি: রয়টার্স

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে এক ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে হেরাত প্রদেশের জিন্দা জান জেলায় ভূমিকম্প হয়। ভূমিকম্পের পর বেশ কয়েকটি পরাঘাতের ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হেরাতের ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এই ভূমিকম্পের পর ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩ ও ৫ দশমিক ৯ মাত্রার চারটি শক্তিশালী পরাঘাত অনুভূত হয়েছে। আফগান কর্মকর্তারা জানান, ভূমিকম্পে বেশ কিছু ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপে অনেকে চাপা পড়েছে।

হেরাতের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা অফিসে ছিলাম। সেই সময় ভবন কেঁপে ওঠে। দেওয়ালের পলেস্তরা খুলে নিচে পড়ে যায় এবং দেওয়ালে ফাটল ধরেছে। ভবনের কিছু অংশ ধসে পড়েছে।’

তিনি বলেন, ‘মোবাইলের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আমি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমি অত্যন্ত চিন্তিত এবং ভীত। এটা অত্যন্ত ভয়াবহ।’ গত বছরের জুনে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্পে ১ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে। গত কয়েক দশকের মধ্যে আফগানিস্তানে সেটিই সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প ছিল।