নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে নেমে অনবদ্য এক রেকর্ডের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শনিবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমে তিনি পেছনে ফেলেছেন ড্যানিয়েল ভেট্টরিকে।
বিশ্বকাপে বল হাতে স্পিনারদের উইকেট নেয়ার তালিকার শীর্ষ স্থানটি ধরে রেখেছেন শ্রীলংকার মাস্টার স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ৪০ ম্যাচে তিনি নিয়েছেন ৬৮টি উইকেট। দ্বিতীয় অবস্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। বিশ্বকাপের ২২ ম্যাচে তার উইকেট সংগ্রহ ৪০টি। অন্যদিকে ৩২ ম্যাচে নিউজিল্যান্ড স্পিনার ড্যানিয়েল ভেট্টোরির উইকেট ছিল ৩৬টি। আজ প্রথমে তাকে ছুঁয়ে যান সাকিব। পরে তাকে টপকে উঠে যান স্পিনারদের উইকেট নেয়ার তালিকার তিন নম্বরে। গতকাল আফগান ব্যাটার নাজিবুল্লাহ জাদরানকে বোল্ড করে টাইগার অধিনায়ক ভেট্টরিকে পেছনে ফেলেন। ফলে বিশ্বকাপে স্পিনারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ উইকেট এখন সাকিবের। বিশ্বকাপের প্রথম ম্যাচ শেষে বিশ্ব সেরা অলরাউন্ডারের বিশ্বকাপ উইকেট এখন ৩৭।
সমর্থকদের প্রত্যাশা মুরালিকে ছুঁতে পারুন আর নাই পারুন, এই বিশ্বকাপে স্পিনারদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইমরান তাহিরের রেকর্ডটা টপকাবেন সাকিব। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় বাংলাদেশের অধিনায়ক এখন ১২ নম্বরে। তবে তার ওপরে হাত ছোঁয়া দূরত্বে আছেন দলের বোলিং কোচ ও দক্ষিণ আফ্রিকার ‘সাদা বিদ্যুৎ’খ্যাত অ্যালান ডোনাল্ড (৩৮), দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির (৪০)। তাহিরের সমান উইকেট পেলেও বিশ্বকাপে খেলছেন নিউজিল্যান্ডের টেন্ট বোল্ট। ফলে বোল্ট ও সাকিবের দ্বৈরথ বিশ্বকাপ শেষে কোথায় গিয়ে ঠেকে, সেটাই এখন দেখার বিষয়।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা