আপডেট : ১০ অক্টোবর, ২০২৩ ২২:৫৪
‘দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ মন্তব্যকারী বিচারকের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে অভিযোগ
নিজস্ব প্রতিবেদক

‘দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ মন্তব্যকারী বিচারকের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে অভিযোগ

ফাইল ছবি

‘দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’— এমন মন্তব্যকারী হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের কাছে অভিযোগ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এ সংক্রান্ত খবরের প্রতিবেদন প্রধান বিচারপতির কাছে পৌঁছে দিয়ে মন্তব্যকারী বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের জামিন শুনানির সময় রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বিচারপতি মো. এমদাদুল হক আজাদ ‘দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ বলে মন্তব্য করেন।

সেই মন্তব্যের সংবাদ প্রকাশ হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘ওই বিচারক যা বলেছেন, তাতে তার শপথ ভঙ্গ হয়েছে। তিনি যে সংবিধানের আলোকে শপথ নিয়েছেন, সে শপথ তিনি ভঙ্গ করেছেন। একজন বিচারকের এ ধরনের মন্তব্য সম্পূর্ণভাবে অসাংবিধানিক এবং গর্হিত। ইহা সমর্থনযোগ্য নয়।’

তিনি বলেন, ‘আশা করি প্রধান বিচারপতি ব্যবস্থা নেবেন। কারণ এই কথা বললে দেশের মানুষের বিচার ব্যবস্থা সম্পর্কে ভিন্ন ধারণা হতে পারে। যেটা আমাদের জন্য ক্ষতিকর। আমি মনে করি তিনি যেহেতু সংবিধানের বাইরে গিয়ে কথা বলেছেন, অসাংবিধানিক কথা ব্যবহার করেছেন। এরই মধ্যে পত্রিকার কপি মাননীয় প্রধান বিচারপতির কাছে পৌঁছে দিয়েছি।’