আপডেট : ১৪ অক্টোবর, ২০২২ ২৩:৪৮
শেখ রাসেল পদক পাচ্ছেন কুমিল্লা জেলা প্রশাসক

শেখ রাসেল পদক পাচ্ছেন কুমিল্লা  জেলা প্রশাসক

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। ফাইল ছবি।

ডিজিটাল এক্সিলেন্স ক্যাটাগরিতে শেখ রাসেল পদক ২০২২ -এ ভূষিত হচ্ছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।  

শেখ রাসেল দিবসে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক  মোহাম্মদ কামরুল হাসানকে এই পদক গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

আগামী ১৮ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য প্রযুক্তি বিভাগ ও তথ্য প্রযুক্তি অধিদপ্তর এবং শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। 

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান কুমিল্লায় দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলা শিক্ষা খাতে তথ্য ও প্রযুক্তি নির্ভর পদ্ধতি সচল করার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেন। একে একে  জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব পূর্ণাঙ্গ সচলীকরণ, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক রোবটিক্স ক্লাব গঠন এবং পাঠক্রমে বাধ্যতামূলক বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সংযোজন শুরু করেন। বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান নির্ভর অলিম্পিয়াড এবং কুইজে প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরনের মধ্য দিয়ে গ্রামীণ জনপদকেও প্রযুক্তি শিক্ষায় উদ্বুদ্ধ করেন।